মেহেরপুর ৭১, ২৮ অক্টোবর:
বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার) মেহেরপুর পরিদর্শণে এসেছেন। আজ বুধবার সকালে ডিআইজি মেহেরপুর পুলিশ লাইনে এসে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় চৌকস পুলিশ বাহিনীর সদস্যরা কুচকাওয়াজ প্রদর্শণ করেন। ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন প্যারেড পরিদর্শণ ও সালাম গ্রহণ করেন। মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলি এসময় ডিআইজি’র সঙ্গে ছিলেন।
পরে দুপুরের দিকে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন মিলনায়তনে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এস এম মুরাদ আলির সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার)। সভায় মেহেরপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন থানায় কর্মরত কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এর আগে গতরাতে ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন মেহেরপুর এসে পৌঁছালে পুলিশ সুপার এস এম মুরাদ আলি তাকে ফুলেল শুভেচ্ছা জানান।