মেহেরপুর ৭১, ০৪ জানুয়ারি:
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানার উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় মেহেরপুর কমিউনিটি সেন্টারে কেক কাটা ও আলোচনা সভায় বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান হিলোন, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব হাসান ডালিম, মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল বাসেদ অভিক, আবু মোর্শেদ সুমন সরকার, মোহাম্মদ সান, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল খান প্রমূখ। পরে সেখানে কেক কাটা হয়।
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানার উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা
পূর্বের পোস্ট