মেহেরপুর ৭১, ১৫ জুন:
চুয়াডাঙ্গার দর্শণা পৌর সভার ৫ ও ৭ নম্বর ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার থেকে লকডাউন কার্যকর হবে। সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোভিড-১৯ করনীয় বিষয়ক জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার বলেন, দর্শণা পৌর সভার ৫ ও ৭ নম্বর ওয়ার্ডকে রেড জোন হিসেবে ঘোষণা করা হচ্ছে। এখানে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ নির্দেশ মঙ্গলবার থেকে কার্যকর হবে। জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, সেনা বাহিনীর ক্যাপ্টেন শাহ মো. মারজান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান ও দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান প্রমূখ।