মেহেরপুর ৭১, ২৯ অক্টোবর:
মেহেরপুর কুইজ উইনার গ্রুপের উদ্যোগে ‘মুজিববর্ষ ও উন্নয়ন শীর্ষক’ আলোচনা এবং কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন। মিজানুর রহমান হিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর হাসানুজ্জামান মালেক, পিপি পল্লব ভট্টাচার্য্য, মেহেরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফন নেছা লতা, প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্তী, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসিরা পলি, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ কে আজাদ সাগর প্রমূখ। এর আগে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।