মেহেরপুর ৭১, ১২ সেপ্টেম্বর:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাতে জুমের কনফারেন্সের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন এমপি। ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র শীর্ষক’ এ আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আমির-উল ইসলাম। জুম কনফারেন্সে অন্যদের মধ্যে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, পিপি পল্লব ভট্টাচার্য্য, মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালযের প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্তী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।