মেহেরপুর ৭১, ০৭ নভেম্বর:
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমবায় অফিসের উদ্যোগে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যের উপর ৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন এমপি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তৌফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মো. ইয়ারুল ইসলাম, জেলা সমবায় কর্মকর্তা জসীমউদ্দীন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, আইন বিষয়ক সম্পাদক পিপি পল্লব ভট্টাচার্য্য, প্রফেসর হাসানুজ্জামান মালেক, শহীদ সাদিক হোসেন বাবুল, সমবায় ব্যাংক সভাপতি নুরুল ইসলাম, ইউসিসি সভাপতি মোস্তাফিজুর রহমান টিপু প্রমূখ। পরে বিভিন্ন সমিতি ও ব্যক্তির মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ব্যক্তি হিসেবে মৎস্য ব্যবসায়ী আব্দুল মুহিত, সমবায় ব্যাংকের সভাপতি নুরুল ইসলাম, ইউসিসি সভাপতি মোস্তাফিজুর রহমান টিপু এবং সমিতির মধ্যে চাঁদবিল মৎস্যজীবী সমিতি, হরিরামপুর ঈদগা পাড়া সমিতি, হাসনাবাদ মৎস্যজীবী সমিতি, তেরোঘরিয়া মৎস্যজীবী সমিতির মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমবায় অফিসের পরিদর্শক জাহাঙ্গীর হোসেন, প্রশিক্ষক হুমায়ুন কবীর, নুরুজ্জামান, সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার প্রমূখ।
পূর্বের পোস্ট