মেহেরপুর ৭১, ১৬ সেপ্টেম্বর:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের কামদেবপুর গ্রামের খেলোয়াড়দের জার্সি প্রদান করেছেন মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র মো. মাহফুজুর রহমান রিটন। কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণের ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে মেহেরপুর পৌর সভা কার্যালয়ে কামদেবপুর গ্রামের খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন। এসময় পৌর মেয়র মো. মাহফুজুর রহমান রিটন বলেন- খেলাধুলার মাধ্যমে মানুষের মন ও শরীরের বিকাশ হয়। তাই খেলাধুলায় আমাদের যুব সমাজকে উৎসাহিত করতে হবে। একজন ভালো খেলোয়াড় দেশ ও জাতির গর্ব। এ জন্য খেলোয়াড়দের পরিচর্চা করতে হবে। তাহলেই একজন ভালো খেলোয়াড় তৈরী হবে। জার্সি প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র মো. শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, জেলা যুবলীগের সদস্য মাহবুব হাসান ডালিম, সাইদুর রহমান উজ্জল, আমানুর রহমান সোহেল, শারাফদ্দিন শেখ, রোকন খান মতি প্রমূখ।