মেহেরপুর ৭১, ০৫ অক্টোবর:
মেহেরপুর সদর উপজেলা ব্যাপী শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় সদর উপজেলা পর্যায়ে সেরা হয়েছে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সদর উপজেলা ব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে সদর উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতা ‘ক’ ও ‘খ’ গ্রুপে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। আজ সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পুরস্কার বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. মিজানুজ্জামান সহ শিক্ষার্থীরা।