মেহেরপুর ৭১, ৩০ অক্টোবর:
মেহেরপুরে শহীদ মিজানুর রহমান রিপন স্মৃতি ক্লাব ফুটবল টূর্ণামেন্টের ফাইনালে বোসপাড়া একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আজ শুক্রবার বিকালে ঘাটপাড়া ভৈরব সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বোসপাড়া একাদশ টাইব্রেকারে ৪-২ গোলে গোল্ড কিং একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ভাবে শেষ হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি ঘটানো হয়। খেলায় বিজয়ী দলের পক্ষে সুজন, তুষার, জীবন ও কাজল এবং বিজিত দলের পক্ষে মাসুম ও অমিত একটি করে গোল করেন।
খেলা শেষে শহীদ মিজানুর রহমান রিপনের ছোট ভাই মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মো. মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এসময় সেখানে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আল মামুন, মনা জুয়েলার্সের স্বত্বাধিকার মোস্তাফিজুর রহমান মনা প্রমূখ।